desh somoy logo
ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ রেডক্রসের

দেশ সময়
January 5, 2025 6:43 pm
Link Copied!

এমন আবহে শনিবার লেবানন সফরকালে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক বলেছেন, লেবাননে নতুন করে অবিলম্বে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে হবে।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে মিরজানা বলেন, বেসামরিকরা মানুষ যুদ্ধবিরতি বাতিলের জন্য সামর্থ্য রাখতে পারে না, তাদের আবার ভারী যুদ্ধের মুখোমুখি করলে যা আরও মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে।

তিনি আরও বলেন, বাস্তচ্যুত পরিবারকে তাদের ঘরে ফিরে যেতে দিতে হবে, তাদের জীবন পুনর্গঠনের জন্য এবং মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সম্পাদিত এ চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে ইসরাইলি বাহিনী। আর লাতিনি নদীর উত্তর থেকে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের পুরোপুরি প্রত্যাহার করে নেবে। যুদ্ধবিরতিকালে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিন পরই শর্ত ভেঙে লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।