desh somoy logo
ঢাকাMonday , 6 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট চ্যাম্পিয়নশিপে কপালপুড়তে পারে অস্ট্রেলিয়ার

দেশ সময়
January 6, 2025 4:27 pm
Link Copied!

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবার আগেই নিশ্চিত করে বসেছে দক্ষিণ আফ্রিকা। বাকি সিটটি নিয়েই যত প্যাচ। ভারতকে ভূপাতিত করা অস্ট্রেলিয়া ওই হট সিটের অন্যতম দাবিদার। কিন্তু এখনও সেটি আনুষ্ঠানিক নয়। কিভাবে?

ছোট্ট একটা হিসেব আছে এখানে। যদি-কিন্তুর এই হিসেব স্রেফ কাকতাল হলেই মিলবে। তো হিসেব হচ্ছে পয়েন্ট টেবিল নিয়ে। ১১ ম্যাচে ৭টি জিতে সবার ওপরে প্রোটিয়ারা। ধরাছোঁয়ার বাইরে থাকা মার্করাম-বাভুমাদের সংগ্রহে ৬৬.৬৭ পয়েন্ট। তাদের আর কোনো টেস্ট বাকি নেই। লর্ডসের টিকিটও পাঁকা। ঝামেলা দ্বিতীয় ফাইনালিস্ট নিয়ে।

টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের শতাংশ ৬৩.৭৩। অস্ট্রেলিয়া এর পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। সেই দুটি টেস্ট হারলে অস্ট্রেলিয়ার পয়েন্ট নেমে দাঁড়াবে ৫৭.০২ শতাংশে। ৪৫.৪৫ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা শ্রীলঙ্কার তখন পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৫৩.৮৫-এ। অর্থাৎ শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলেও ঝামেলায় পড়বেন না প্যাট কামিন্সের দল। তাহলে সমস্যাটা কোথায়!

সমস্যা হচ্ছে, পয়েন্ট কাটাকাটিতে। এবারের টেস্ট চক্রে অ্যাশেজের চতুর্থ টেস্টে মন্থর বোলিংয়ের জন্য ১০ পয়েন্ট খুঁইয়েছে অস্ট্রেলিয়া। সেই একই সিরিজে দু’টি টেস্ট মিলিয়ে ১৯ পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। এবারও যদি অমন কিছু হয়, অর্থাৎ যদি মন্থর বোলিংয়ের জন্য কমপক্ষে ৮ পয়েন্ট কাটা যায় অজিদের, তবে কপাল পুড়বে। বলে রাখা ভালো, ভারতের এখানে কোনো সুযোগ নাই। অজিদের ভাগ্য সহায় না হলে ফাইনাল নিশ্চিত হবে শ্রীলঙ্কার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।