গত মঙ্গলবার দাবানল শুরুর পর এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। এ অবস্থায় ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের দোষারোপ করা শুরু করেছেন। তাদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি— নিউসম পানির অপচয় করছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘গ্যাভিন নিউজকামের (গভর্নর নিউসম) পদত্যাগ করা উচিত। সব তার ব্যর্থতা!’
ট্রাম্প আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে, ২০ জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই। ‘ প্রসঙ্গত তিনি এদিন জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি লেখেন, ‘এটিকে বাইডেন–নিউজকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক হিসেবে প্রকাশ পেতে দিন’, বলেন ডোনাল্ড ট্রাম্প।
গত কয়েকদিন থেকেই ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেসলস। সবশেষ সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরইমধ্যে আগুন প্রায় ১৩ হাজার এক এলাকা ছড়িয়ে পড়েছে। ঘর বাড়ি ছেড়েছেন প্রায় এক লাখ মানুষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভাতে কাজ করছে।