desh somoy logo
ঢাকাSaturday , 11 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির লংগদুতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ওসমান হারুনকে আর্থিক সহায়তা দিলো বিজিবি

দেশ সময়
January 11, 2025 7:01 pm
Link Copied!

জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুনকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি।

অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন সোনারগাঁও গ্রামের মোঃ মানিক এর ছেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুনকে উন্নত চিকিৎসা ও পড়াশোনা সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শিক্ষার্থী গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ ঢাকার উত্তরা, রাজলক্ষী এলাকায় তাজা বুলেট লেগে তার বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শনপূর্বক বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।