desh somoy logo
ঢাকাSunday , 12 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের সঙ্গে বসছেন পিটিআই নেতারা

দেশ সময়
January 12, 2025 5:13 pm
Link Copied!

রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই এবং সরকারের মধ্যে চলমান আলোচনা সম্পর্কে ওমর আইয়ুবের বার্তার পর স্পিকার আয়াজ সাদিক পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার এবং ওমর আইয়ুবের সঙ্গে যোগাযোগ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আইয়ুব আজ (রোববার) সকালে স্পিকার সাদিককে একটি বার্তা পাঠিয়েছেন। প্রতিক্রিয়ায় স্পিকার পিটিআইয়ের আলোচনাকারী কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠার বৈঠকের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করতে রাজি হন।

যদিও সাদিক স্পষ্ট করেছেন ইমরান খানের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা তার দায়িত্ব নয়, তবে তিনি উভয় পক্ষের মধ্যে বৈঠকের ব্যবস্থা করতে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

তার ভাষ্য,  ‘পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা কখনও আমার দায়িত্ব ছিল না এবং এখনও নেই। তবে আলোচনাকারী কমিটি যাতে তার সঙ্গে দেখা করে তা নিশ্চিত করার চেষ্টা করব। ’

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং সম্ভবত আগামী দুদিনের মধ্যে পিটিআইয়ের আলোচনাকারী দল ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবে।  পিটিআই প্রতিনিধি দল বৈঠকের পর তাদের লিখিত দাবিগুলো উপস্থাপন করার পরিকল্পনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।