বিনা প্রতিদ্বন্ধিতায় রাঙামাটির চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। একই সাথে বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হোটেল প্রিন্সের স্বত্তাধিকারী মো. নেছার আহম্মেদ।
বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এসময় বিদায়ী সভাপতি আব্দুল ওয়াদুদ নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়াও নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রধান নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল উদ্দিন আহমেদ, সহকারি নির্বাচন কর্মকর্তা শামীম জাহাঙ্গীর ও আবু নাছের বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালক নিজাম উদ্দিন, হারুনুর রশিদ মাতব্বর, জহির উদ্দিন চৌধুরী, আবুল মনসুর ওবায়দুল্লাহ, মঈনুদ্দিন সেলিম, শফিকুল ইসলাম চৌধুরী, শফিকুল ইসলাম, হাজী জহির আহমদ সওদাগর, দেবজ্যোতি চাকমা, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, জসিম উদ্দিন ও শামীম খান ও সচিব শাব্বির আহমেদ সহ অন্যান্যনা উপস্থিত ছিলেন।
বক্তব্য অ্যাডভোকেট মামুন, সকলকে সাথে নিয়ে রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবসায়ীক পরিবেশ ফিরিয়ে আনবেন বলে আশ্বাস দেন। এছাড়াও ২মাসের মধ্যে মডগেজ লোনের সমস্যা সমাধানের ও আশ্বাস দেন তিনি।
এরপর সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের হাতে ফাইল হস্তান্তর করেন। পরে অফিসে আসন গ্রহণ করেন জেলার বিশিষ্ট এই আইনজীবী। এসময় জেলা বিএনপির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।