desh somoy logo
ঢাকাFriday , 31 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

দেশ সময়
January 31, 2025 2:14 pm
Link Copied!

রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাণেশ মজুমদারের সঞ্চালনায় এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা ব্যাচ পরিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের সভাপতি ও অতিথিদেরকে ক্রেষ্ট এবং সম্মাননা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, তোমরা উন্নত হলে দেশ উন্নত হবে। আর নিজেকে উন্নত করতে হলে স্বপ্ন দেখতে হবে।

তিনি আরো বলেন, মা বাবা ও শিক্ষকদের আন্তরিকতায় একজন শিক্ষার্থী প্রকৃতভাবে জীবনে সফল হতে পারে। সুতরাং সন্তানদের প্রতি আপনারা একটু যতœশীল হবেন। যাতে করে তারা জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, বিগত বছর গুলোর তুলনায় আগামীতে ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। আগামীতে তোমরা যারা গোল্ডেন জিপিএ ৫ পাবে, তাদের কে গোল্ড মেডেল দিয়ে আমরা বিদায় জানাবো। বিদ্যালয়ের সার্বিক উন্নতি নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন বিএনপির এই নেতা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৬৭টি ইভেন্টে ১৪৮জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পুরষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।