বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলা কাউন্সিল নির্বাচনে পূর্ণ প্যানেলে বিপুল জয় পেয়েছে রায়হান- মিজান- এনামুল প্যানেল। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাপিডিপ্রকৌস-এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে এই প্যানেল নির্বাচনী প্রচার করে বিপুল ভোটে জয়লাভ করেছে।
শনিবার সেগুনবাগিচায় পূর্ত ভবন চত্বরে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন বিলাস-আকবর-সাখাওয়াত-হাবিব-রিপন প্যানেল।
নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ রায়হান মিয়া পেয়েছেন ৭৫৩ ভোট। তার প্রতিদ্বন্ধী এস এম আমিরুজ্জামান বিলাস পেয়েছেন ৩৬৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর সরকারকে হারিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ৫৯০ ভোট আর মোহাম্মদ আলী আকবর সরকার পেয়েছেন ৫২৮ ভোট।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান। যুগ্ম সম্পাদক-১ নির্বাচিত হয়েছেন সহকারী প্রকৌশলী মো. ইউনুছ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী প্রকৌশলী (ই/এম) মো. এনামুল হক।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জনাব মোঃ এনামুল হক জানান, বিগত সময়ের মতো ভবিষ্যতে প্রকৌশলীদের কল্যানে আরও ভালো কিছু করতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের অভীষ্ট লক্ষ অর্জনে সামর্থ্য হব ইনশাআল্লাহ।