desh somoy logo
ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

মতলব দক্ষিণে যৌথবাহিনীর অভিযানে৫ কিশোর গ্যাং সদস্যকে আটক করে

দেশ সময়
June 14, 2025 7:37 pm
Link Copied!

মতলব দক্ষিণে যৌথবাহিনীর অভিযান

চালিয়ে কিশোর গ্যাঙের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪),ফরহাদ তালুকদার (১৮),শান্ত বেপারী(১৭),সবুজ মিজী (১৮)।

তাদের প্রত্যেকের বাড়ী উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে।

১৩ জুন রাতে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘোড়াধারী গ্রাম থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনি। এসময় তাদের কাছ থেকে ২ টি ছুরি,১ টি এন্টি কার্টার,১ টি কাঁচি ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আটক হওয়া আব্দুস সালামের বিরুদ্ধে মারামারি, ইভটিজিং সহ অসংখ্য অভিযোগ রয়েছে।

ওই এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দেন আব্দুস সালাম। সে ঘোড়াধারী গ্রামের আবুল খায়েরের ছেলে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।বর্তমানে সে একটি নিয়মিত মামলার ২ নম্বর আসামী।কিশোর গ্যাং এর সদস্যদের আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে এস আই সাকিব বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।