desh somoy logo
ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

শান্তর ওপর আস্থা আছে মিরাজের

দেশ সময়
July 1, 2025 11:22 am
Link Copied!

নাজমুল হোসেন শান্ত’র টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণায় শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে দলে একটা গুমোট ভাব। সোমবারের অনুশীলন নিয়েও প্রধান কোচ ফিল সিমন্স ছিলেন কিছুটা বিরক্তবিপরীত দিকে, নিজেদের প্রিয় ফরম্যাটে ফেরায় কিছুটা স্বস্তিতে আছে টাইগাররা। যদিও সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী বলা যায় ওয়ানডেতেও ধুঁকছে বাংলাদেশ।

আগামীকাল বুধবার, ২ জুলাই স্বাগতিক শ্রীলংকানদের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। শ্রীলংকা সফরে প্রথম টেস্ট ড্র এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর নাজমুল সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এতে অনেকে অবাক হয়েছেন। দলে এর যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেই চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। 

নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সতীর্থ ও বন্ধু নাজমুলের সঙ্গে নিয়মিত কথা বলছেন। অনুশীলনের মাঠে সবার আগে নাজমুলের সঙ্গে আলোচনা করছেন মিরাজ। নাজমুলের ওপর পূর্ণ আস্থা রাখছেন নতুন অধিনায়ক। মিরাজের ধারণা, মাঠে দুজন মিলে সিদ্ধান্ত নেবেন।

নাজমুল যে মানসিকভাবে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন বিষয়টা এমনও নয়। বিসিবির পাঠানো এক ভিডিওতে দেখা যায়, শ্রীলংকান এক ভক্ত নাজমুলের সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি তার দাবি মিটিয়েছেন। নাজমুল বেশ কিছুক্ষণ পাওয়ার হিটিং শট অনুশীলনও করেছেন।

এদিকে, জাতীয় দলের হয়ে মাঠে ফেরার উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহাম্মদ নাঈম। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও দলের প্রচণ্ড আগ্রহ। শ্রীলংকাও তাসকিনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। তবে, দলের একটি সূত্রে জানা গেছে, প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।

সোমবারের অনুশীলনে তাদের দিকে বাড়তি মনোযোগ ছিল কোচদের। পারভেজ হোসেনকে নিয়ে আলাদা ক্লাস করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।