জুলাই সনদ অনুযায়ী এ সরকারের তত্ববধায়ক সরকার হবার সুযোগ নেই। এ বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাত শেষে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন।
প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে এনসিপি প্রতিনিধি দলেন সাক্ষাত শেষে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের কাগজে মূল্যে বিম্বাসি নয় এনসিপি। তিনি জানান বাস্তবায়ন কিভাবে হবে সেটা নির্ধারনের পরই তারা সনদে স্বাক্ষর করবে।গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করারে এনসিপি স্বাগত জানায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না। নাহিদ ইসরাম জানান নির্বাচন কমিশনের আচরন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে তাদের দল।কমিশন পক্ষপাতমূলক আচরন করছে তাই কমিশন পুনগর্ঠনের প্রয়োজন বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এনসিপি।তাছাড়া উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধ পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে এনসিপি।
