পাকিস্তানের জাতীয় দলের পেসার নাসিম শাহের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) ভোরে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মায়ার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীরা নাসিমের বাড়ির মূল গেট ও জানালায় গুলি চালায়, পাশাপাশি বাইরে পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। বরং এটি কোনো ভূমি-সংক্রান্ত বিরোধ বা স্থানীয় শত্রুতার ফল হতে পারে।
সৌভাগ্যক্রমে নাসিমের পরিবারের কেউ এই ঘটনায় হতাহত হননি। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডিতেই আছেন যেখানে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৫ নভেম্বর
