desh somoy logo
ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. ক্রিকেট
  6. চাকরি
  7. ঢাকা বিভাগ
  8. পায়রা বন্দর
  9. প্রযুক্তি সময়
  10. ফেসবুক
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

বেলকে ব্যাটিং কোচ বানাল শ্রীলংকা।

দেশ সময়
August 14, 2024 10:43 am
Link Copied!

কয়েকদিন পরই ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলংকা। সিরিজ উপলক্ষে ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকার বোর্ড। আজ বুধবার এই তথ্য জানায় সংস্থাটি।ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলা বেলকে তার অভিজ্ঞতার জন্যই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিছে শ্রীলংকা। দেশটির বোর্ডে প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা ইয়ানকে নিয়োগ করেছি ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে তার ভালো জানা-শোনা ও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন এই কারণে। আমরা বিশ্বাস করি তার তথ্য গুরুত্বপূর্ণ এই সফরে আমাদের সাহায্য করবে।’গত মাসে শ্রীলংকার প্রধান কোচেরও পরিবর্তন হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করে শ্রীলংকা। পারে হতে পারেনি গ্রুপপর্বই। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ক্রিস সিলভারউড। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়াকে। নতুন হেড কোচ না পাওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন জয়াসুরিয়া। শ্রীলংকার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৮৬ ম্যাচ খেলেছেন জয়াসুরিয়া। সব সংস্করণ মিলিয়ে ৪২টি সেঞ্চুরি ও ৪৪০ উইকেট নিয়েছেন তিনি। সবশেষ ২০১১ সালে দেশের হয়ে মাঠে নামেন এই কিংবদন্তি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র একটি ম্যাচই জেতে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পেছনে থেকে বাদ পড়ে যায় গ্রুপপর্বেই। এরপরই পদত্যাগ করেন সিলভারউড। ২০২২ সালে শ্রীলংকার দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই বছরই দলকে জেতান এশিয়া কাপ। ২০২৩ সালের এশিয়া কাপেও ফাইনাল খেলে তার দেশ। তবে গত বছরের বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে দলটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
desh somoy ad 5