পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) শেষ বিকেলে মহিপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে মহিপুর থানার আওতামুক্ত বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী এবং প্রধান বক্তা ছিলেন মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দল মত নির্বিশেষে সকল অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।