desh somoy logo
ঢাকাThursday , 31 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

ছাত্র-আন্দোলনে হত্যার অভিযোগে সাভারে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

দেশ সময়
October 31, 2024 1:53 pm
Link Copied!

ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা, অস্ত্র মামলায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সাভার নবীনগরের র‌্যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর-৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম মন্ডল সাভারের আকরান এলাকার বাসিন্দা। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

র‍্যাব জানায়, গত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সেলিম মন্ডল। এতে সাভারের বিভিন্ন জায়গায় বেশ কয়েক জন নিহত হন। এসব ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে সাভার থানায় একাধিক মামলা করেন। এসব মামলার পরিপ্রেক্ষিতে গত বেশ কিছুদিন আসামি সেলিম মন্ডল ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন।

তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে প্রভাব বিস্তার করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছে বলে স্বীকার করেন গ্রেপ্তার সেলিম মন্ডল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।