desh somoy logo
ঢাকাFriday , 1 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে: এবিএম মোশাররফ হোসেন

দেশ সময়
November 1, 2024 8:27 pm
Link Copied!

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারেনি, তাদের কোনো আয়ের উৎস ছিলো না। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির কর্মীরা এখন বুক ভরে নি:শ্বাস নিতে পারছে। এই সুযোগে কিছু নেতাকর্মী তাড়াহুড়ো শুরু করেছে। এসব তাড়াহুড়ো বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শুক্রবার শেষ বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন আরো বলেন, বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২’শ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই দলে কেউ অন্যায় করে পার পায় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য। বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে জানিয়ে আর এক থেকে দেড় বছর ধৈর্য ধরার আহবান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে আরো সংযত ও সহনশীলতা দেখাতে হবে।
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এ্যাডঃ গাজী মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।