সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
শনিবার র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করে। এ সময় মাদককারবারিরা পালিয়ে যায়।
মাদককারবারে জড়িত থাকায় বিশ্বম্ভরপুরের উওর কাপনা গ্রামের মৃত মোহাম্দ আলীর ছেলে মিরাজুল ইসলাম ও অজ্ঞাত ৮ থেকে ৯ জন মাদককারবারির বিরুদ্ধে র্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।