desh somoy logo
ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

‘পথের পাঁচালী’র দুর্গা আর নেই

দেশ সময়
November 18, 2024 6:09 pm
Link Copied!

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় দুর্গা চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। এবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উমা দাশগুপ্ত। 

অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’

জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যানসারের চিকিৎসায় সেরে উঠছিলেন উমা। কিন্তু হঠাৎ এই রোগ নতুন করে তার শরীরে ফিরে এলে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন এই অভিনেত্রী।

জীবনে শুধু একটি সিনেমাতেই অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। আর সেটাই হলো ‘পথের পাঁচালী’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা সত্যজিৎ রায় এবং সমস্ত কলাকুশলীদের জগৎজোড়া খ্যাতি এনে দিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।