রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। বুধবার এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, রাশিয়া সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে ইউক্রেনে তার সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮৮টি ড্রোন পাঠিয়েছে রাশিয়া। হামলার ফলে পশ্চিম ইউক্রেনের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
নভেম্বরের মাঝামাঝি থেকে রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার ইউক্রেনের এই হামলার জন্য প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ৭৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে, দুর্ভাগ্যবশত, গুরুতর অবকাঠামোগত সুবিধাগুলোতে আঘাত লেগেছে এবং ব্যাপক ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে ব্যক্তিগত এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম টারনোপিল অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ নেহোদা টেলিভিশনে জানিয়েছেন, প্রায় ৭০ শতাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।