ফেনী সমিতি মিলান ইতালির আয়োজনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশীদের
পমিলন মেলা ও আনন্দ ভ্রমণ।
প্রবাসের ব্যস্ত জীবনে কিছুটা বিনোদন এবং
প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মকে দেশীয় সংস্কৃতি পরিচয় ও প্রকৃতির অপার সৌন্দর্য দেখাতে
ইতালির মিলান থেকে প্রায় দুই শতাধিক যাত্রীসহ লিগুরিয়া সমুদ্র সৈকত ও জেনোভা একোরিয়ামের উদ্দেশ্যে যাত্রা করে ফেনী সমিতি।
যাত্রা পথে কোমলমতি শিশুরা কোরআন তেলাওয়াত,ও ইসলামী সংগীত পরিবেশন করে।
এতে সংক্ষিপ্ত আলোচনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল আফছার বাবুল।
প্রবাসী ব্যস্ত জীবনে কিছুটা বিনোদনের জন্য এই আয়োজন বলে জানান সাধারণ সম্পাদক খুরশিদ আলম শ্রাবন।
এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারী,
আবির আফছার,
সাইফুল ইসলাম ,
বাবলু হাজারী, মোশাররফ হোসেন মজনু , মিজানুর রহমান, সাইফ উদ্দিন, সাইফুল ইসলাম,
আনোয়র,মোমিন,আরাফাত মাসুম,তারেক,
সেলিম আহম্মেদ,জাফর আহম্মেদ,করিম মোল্লা সহ আরো অনেকে।
খোলামেলা পরিবেশে শিশুরা ছিলো উৎসব মুখর।
এমন আয়োজনে খুশি অংশগ্রহণ কারী প্রবাসীরা।
অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ মিলান বাংলা প্রেস ক্লাবের সদস্যরা।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ,লাকি কুপন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানস নানা আয়োজন।-
প্রবাসে থাকলেও বাংলাদেশী প্রজন্ম যেনো প্রবাসের আকাশে পতপত করে উড়াতে পারে বাংলাদেশের লাল সবুজের পতাকা এমনটি প্রত্যাশা আয়োজকদের।
