desh somoy logo
ঢাকাSunday , 24 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সরকার টেকাতে গাজায় অভিযান চালাচ্ছেন নেতানিয়াহু

দেশ সময়
August 24, 2025 10:21 am
Link Copied!

জোট সরকার টেকাতেই গাজা সিটিতে অভিযান চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়েছে এমন খবর দিয়েছে ইসরায়েলি পত্রিকা মারিভ।

মারিভের প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে সামরিক অভিযান ছাড়া জোট সরকারকে একত্রে ধরে রাখার ক্ষমতা নেতানিয়াহুর নেই। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করার ইচ্ছা নেই নেতানিয়াহুর।

তাই হামাস নেতানিয়াহুর সব দাবিতে সম্মত হওয়ার পরও নতুন দাবি উত্থাপন করেছেন তিনি। এ কারণেই ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রিভার্জ সেনা একত্রিত করতে পারে বলে আভাস দিয়েছে পত্রিকাটি।

এর আগে নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়ও, তবু ইসরায়েল গাজা দখল করবে। গত বৃহস্পতিবার অস্ট্রেলীয় সংবাদমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজার যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব। হামাস যদি অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা।স্থায়ী শান্তির জন্য এটি অপরিহার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।