বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় উপজেলা বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার সকাল ১০.টায় কুয়াকাটার আবাসিক হোটেল প্রিন্সের অডিটোরিয়ামে এ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিন, বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্কের সদস্যবৃন্দ।
সভায় নেটওর্য়াক এর পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে যে সিদ্ধান্তগুলো ছিল তা হলো-প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে ০৩টি ইউনিয়নে ৩টি। কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন এব্যাপারে মাঠ পর্যায়ে তালিকা করার জন্য সার্বিক সহায়তা করবেন। প্রকৃত মৎস্যজীবীদের তালিকা তৈরী করার পর সমবায় অফিসে আবেদন করার সিদ্ধান্ত হয়।
- 2 সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় যে সকল প্রকৃত মৎস্যজীবী এখন পর্যন্ত অন্তর্ভূক্ত হয় নাই তাদের তালিকা প্রনয়নে এবং কর্মসূচীর আওতায় আনার জন্য সকলে সহায়তা করবে মর্মে সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তোরনে ফিসনেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান।
