প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন, একা নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করতে পারে না, সবাইকে মিলে দায়িত্ব পালনে অংশ নিতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিইসি পর্যবেক্ষকদের আহ্বান জানান, তারা ইসির সহযোগী হিসেবে কাজ করবেন।
সিইসি বলেন, আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, বরং সবসময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু এবার আমরা তা রোধ করার জন্য নিজস্ব সুপারভাইজারি ও অফিসিয়াল মেকানিজম প্রস্তুত করেছি।
তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের চোখ দিয়ে আমরা নির্বাচনের পরিস্থিতি দেখতে চাই। যদি পর্যবেক্ষকরা দায়িত্বপালনে সতর্ক না থাকেন, তাহলে আমাদের তথ্যও সঠিক হবে না। যারা নতুন, তাদের প্রাথমিকভাবে পর্যবেক্ষক কাজের ওরিয়েন্টেশন এবং ট্রেনিং দেওয়া প্রয়োজন। তারা আমাদের মূল ‘টুলস’, তাই তাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে।
সিইসি উল্লেখ করেন, এবার পর্যবেক্ষকদের বয়স ২১ বছর থেকে শুরু করা হয়েছে, এবং অনেকের কাছে পূর্ব অভিজ্ঞতা নেই। তাই অভিজ্ঞদের দায়িত্ব হবে নতুনদের প্রশিক্ষণ দেওয়ার এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করার।
