desh somoy logo
ঢাকাWednesday , 26 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সরাসরি লাল কার্ড দেখলেও যে কারণে বিশ্বকাপে খেলতে পারবেন রোনালদো

দেশ সময়
November 26, 2025 12:02 pm
Link Copied!

ক্রিস্টিয়ানো রোনালদো আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই খেলতে পারবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পেলেও তাকে আর বাড়তি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না।

৪০ বছর বয়সী রোনালদোকে আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারার কারণে মাঠ ছাড়তে হয়। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। সাধারণত এমন আচরণে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু রোনালদোর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, রোনালদো জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন। মূলত সেই বিষয়টিই ফিফার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। 

তিনি ইতোমধ্যে ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলেননি। ফলে আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে তিনি আর কোনো ম্যাচ মিস করবেন না।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী এক বছরের মধ্যে রোনালদো একই ধরনের কোনো ভুল করলে তার স্থগিত নিষেধাজ্ঞা বাতিল হবে এবং বাকি দুই ম্যাচের শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

রোনালদো বাছাইপর্বে পাঁচ গোল করেছেন। গ্রুপ এফে শীর্ষে থেকে সপ্তমবারের মত বিশ্বকাপে খেলতে যাচ্ছে পর্তুগাল।

৪৮ দলের বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর বিবিসিতে সরাসরি দেখানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।