desh somoy logo
ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রোহিত-কোহলিদের ঘরোয়া ক্রিকেটে ফিরতে গম্ভীরের কড়া বার্তা

দেশ সময়
January 5, 2025 12:54 pm
Link Copied!

টেস্টে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। একের পর এক সিরিজ হারে কোচ গৌতম গম্ভীরও রয়েছেন চাপে। সেই চাপ এবার আরও বেড়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারায়। শুধু সিরিজই নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হচ্ছে না রোহিত শর্মার দলের। এই অবস্থায় ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে ফিরতে বলেছেন ক্রিকেটারদের।

কদিন আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ৩-০তে ধবলধোলাই হয়েছে ভারত। এবার বিদেশের মাটিতেও গিয়েও ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি খুয়াতে হয়েছে তাদের। আর এই অবস্থায় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেছেন গম্ভীর।

রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই মাসেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের ক্রিকেটারেরা সেখানে একটি ম্যাচ খেলতে পারেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল গম্ভীরের কাছে। যার উত্তরেই ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব ফুটে উঠেছে গম্ভীরের কথায়।

ভারতের কোচ বলেছেন, ‘আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তা হলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।’গম্ভীর বলেন, ‘সিডনির উইকেট খুবই ভাল হয়েছে। টেস্টের জন্য খুবই ভাল। বোলার, ব্যাটার দুই বিভাগকেই সাহায্য করেছে। ব্যাটারদের পরিশ্রম করতে হয়েছে রান করতে। অতীতে সিডনির উইকেটের মতো এই পিচ ছিল না। টেস্টে ফলাফল হবে এমন উইকেটই হওয়া উচিত। দেশে ফিরে আমরা পিচ নিয়ে আরও আলোচনা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।