desh somoy logo
ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জিতেতে যে একাদশ মাঠে নামাচ্ছে বাংলাদেশ

দেশ সময়
November 11, 2024 3:14 pm
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনালে’। সিরিজ নির্ধারণী এই ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল ৪টায়। যেখানে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্বাভাবিকভাবেই তাই একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সেরা পারফর্মার শান্তকে। তার পরবর্তী এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাহলে শান্তর জায়গায় মাঠে দেখা যাবে কাকে।

শান্তর আগে চোট পেয়ে সিরিজ শেষ হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। যার পরিবর্তে দ্বিতীয় ম্যাচে অভিষেক করানো হয়েছে জাকের আলিকে। এখন নতুন করে শান্তর বিকল্পও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য এক্ষেত্রে ব্যাটার পরিবর্তের খুব বেশি অপশন নেই বাংলাদেশের হাতে। স্কোয়াডে ব্যাটার হিসেবে আছেন কেবল জাকির হাসান। শান্তর পরিবর্তে ব্যাটার হিসেবে তাকেই দেখা যেতে পারে এ ম্যাচে।

এছাড়াও একাদশে পরিবর্তন আসতে পারে। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজের তিন জনের এক জনের জায়গায় এ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে পেসার নাহিদ রানাকে। তবে এক্ষেত্রে শরিফুলের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কেননা, এই সিরিজে এখনও খুব একটা দাপট দেখাতে পারেননি এই পেসার।

সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।