রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন পয়েন্ট থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন সাধারণ ডায়েরি করার প্রেক্ষিতে উদ্ধার পূর্বক মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ আরো জানায়, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ৫০৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য ০১ কোটি টাকা বলেও জানায় পুলিশের এই সূত্র।
এদিকে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরৎ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও পুলিশ সুপার সহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
