হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দীর্ঘ দিন যাবৎ যে যার ধর্ম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলায়ও ৩৪ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে পূজা উদযাপন কমিটি তাদের স্ব স্ব মন্ডপের প্রস্তুতি শেষ প্রান্তে। মন্ডপগুলোতে কোথাও কোন ধরনের সমস্যা, নিরাপত্তাহীনতা আছে কিনা তা জানতে সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়েছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। মতলব পৌরসভারগুলোর পাশাপাশি ইউনিয়নের মেহরন,নারায়ণপুর, নায়েরগাঁও এলাকায়
উপস্থিত হয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় ভাবে উঠান বৈঠক করেছেন । এসময় ওসি সালেহ আহমেদ বলেন, নিরাপত্তার স্বার্থে প্রত্যাকটি পূজামন্ডপে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা মূলক সকল বিষয়ে সতর্কতামূলক ভাবে দায়িত্ব পালন করা সহ সকল প্রকার আদেশ নির্দেশ প্রদান করা হয়।
