নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এনসিপির প্রার্থী ড. শামিম হামিদী ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক এক প্রচার কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনার আলোকে তিনি নিজেই রাস্তায় নেমে নিজের নির্বাচনী পোস্টার ছিঁড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার বার্তা দেন।
শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী ড. শামিম হামিদী আজ মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে নিজ হাতে পোস্টার অপসারণ করেন। একই সঙ্গে তিনি সাধারণ জনগণকে আহ্বান জানান— আইন মানার এই উদ্যোগে যেন তার পাশে দাঁড়ান এবং যেখানে তার পোস্টার চোখে পড়বে, সেখানেই তা ছিঁড়ে সহযোগিতা করেন।
এ সময় তিনি বলেন, “প্রিয় মঠবাড়িয়াবাসীর কাছে আমার একটি অনুরোধ— আপনি যখনই আমার কোনো পোস্টার দেখতে পাবেন, সেটি ছিঁড়ে ফেলুন। একটি পোস্টার ছিঁড়েও আপনি শাপলা কলির পক্ষে একটি দায়িত্বশীল কাজ করবেন। আজ আমি নিজ হাতে পোস্টার ছিঁড়ে আপনাদের সামনে একটি বার্তা দিতে চাই— আসুন, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় শক্ত সাংগঠনিক কাঠামো নেই। তবুও আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি— সব পোস্টার ও ব্যানার অপসারণ করতে। তারা সারাদিন ধরে এই কাজ করে যাচ্ছে।”
ড. শামিম হামিদী বলেন, “আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমার একটি পোস্টার ছিঁড়েও আপনি আমার পাশে দাঁড়াতে পারেন। একটি পোস্টার ছিঁড়ে আপনি আইন মানার আন্দোলনে শরিক হতে পারেন।”
আইন, নৈতিকতা ও নাগরিক দায়িত্বকে সামনে রেখে এমন উদ্যোগ পিরোজপুর-৩ আসনের নির্বাচনী মাঠে এক ভিন্ন বার্তা ছড়িয়ে দিয়েছে।
