ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর সহযোগীতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৫ ডিসেম্বর’২৫ রোজ সোমবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলায় পানি কমিটি এবং মৎস্যজীবীনেটওয়ার্ক জোয়ার –ভাটার প্লাবন ভূমি, খাল এবং মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপানের জন্য পানি কমিটি মধ্যে সংযোগ পুনঃস্থাপানের জন্য নির্বাহী প্রকৌশলী, বা.পা.উ.বো, কলাপড়া, পটুয়াখালী এর কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নির্বাহী প্রকৌশলী, কলাপড়া, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক এবং পানি কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আলম, নির্বাহী প্রকৌশলী, বা.পা.উ.বো, কলাপাড়া, পটুয়াখালী।
সভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করার বিষয় আলোচনা হয়। সভায় নির্বাহী প্রকৌশলী মহোদয় জানান প্রকল্পের মাধ্যমে খনন করা হয়। Blue Gold প্রকল্পের প্রথম ফেজ শেষ হয়েছে। ২য় ফেজের কাজ শুরু হলে তখন প্রস্তাবিত খালের মধ্যে যেগুলো আছে সেগুলো পুনঃখনন করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ডিসিআর এর আবেদন গ্রহন করা হবে, তবে মন্ত্রনালয়ের অনুমোদন পেলে তখন ডিসিআর প্রদান করা যাবে।
সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ কলাপাড়া এর এরিয়া ম্যানেজার, আবু এমরান সার্বিক সহযোগীতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, এ্যডভোসেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।
