বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহযোগিতায় আর্লি অ্যাকশন প্রোটোকল বাস্তবায়নের লক্ষ্যে জেলে, নৌযান মালিক ও স্থানীয় ঋণদাতাদের অংশগ্রহণে কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায়, উত্তরণ-এর সহযোগিতায় এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহায়তায় গত ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রিও এনজিও-এর সম্মানিত পরিচালক সাইদুর রহমান। এছাড়া ফিশনেট প্রকল্পের কার্যক্রম বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন উত্তরণ কলাপাড়া-এর এরিয়া ম্যানেজার আবু এমরান।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও ফ্যাসিলিটেশন করেন জনাব মো. শাহজাহান আলী, টেকনিক্যাল অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ। সভায় আর্লি অ্যাকশন প্রোটোকল বাস্তবায়নের বিভিন্ন দিক, স্থানীয় জনগণের ভূমিকা এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
