পটুয়াখালীর কুয়াকাটায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি জোরদার করতে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ ডিসেম্বর সোমবার কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সিঁড়ির নির্বাহী পরিচালক এ্যাড. চান চান এর সভাপতিত্বে কুয়াকাটা পৌর সভার নির্বাহী প্রকৌশলী ও মো. নিয়াজ মোর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণের এরিয়া ম্যানেজার আবু ইমরান,
স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান, কুয়াকাটা পৌর সভার সাবেক কাউন্সিলর মো. হাবীব শরীফ,মোঃসাবের হোসেন,মোসা: ময়না বেগম,সিঁড়ির প্রজেক্ট প্রোগ্রামার সিমা রোজারিও এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকোনাইন ও নেওয়েনসহ প্রমূখ।
সভায় উপকূলীয় অঞ্চল কুয়াকাটায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অগ্নিকাণ্ডসহ সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের সমন্বিত পরিকল্পনা যাচাই করা হয়।
বক্তারা বলেন, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পর্যটন এলাকা হওয়ায় এখানে দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে সমন্বিত ও সময়োপযোগী পরিকল্পনা অত্যন্ত জরুরি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দুর্যোগকালে জানমাল ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের সুপারিশের আলোকে পরিকল্পনাটি হালনাগাদ করে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
