বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘বহু-অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় আজ ১২ জানুয়ারী ’২৬ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় সরকারী বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্ক এর প্রতিনিধিদের সমন্বয়ে কলাপাড়া উপজেলার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মোঃ মকসুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোছা. তাছলিমা বেগম। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক এর অন্যান্য সদস্যবৃন্দ ।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, এ্যাডভোসেী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ। তিনি এপর্যন্ত কাজের অগ্রগতি সভায় তুলে ধরেন। ‘চরবিজয়া’য় অভয়াশ্রম কার্যক্রম করার ব্যাপারে জন্য সরকারের একান্ত সহযোগীতা প্রয়োজন হবে বলে উপস্থিত সরকারী অফিসার মহোদয় এবং সাংবাদিক সকলে অভিমত প্রকাশ করেন। তহারা আরো বলেন সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে এট বাস্তবায়নের উদ্যেগ নিতে হবে। এটা বাস্তবায়ন করা সম্ভব হলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হবে।
উপজেলা সমবায় অফিসার ঝড়ে পড়ার শিশুদের পুনঃরায় স্কুলে ভর্তি করার উদ্যেকে স্বাগত জানান, পাশাপাশি তিনি ঝড়ে পড়ার কারন চিহ্নিত করার পরামর্শ দেন। পানি উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম বলেন, তার দপ্তরের সকল সহোযোগীতা ফিশনেট প্রকল্প পাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জীবীকায়ন সহায়তা কার্যক্রমে কলাপড়া উপেজেলাকে প্রাধান্য দেওয়ার জন্য সুপারিশ করেন। তিনি ফিশনেট প্রকল্প সরকারের বিভিন্ন দপ্তরের সহোযোগীতা পাবে বলে আশ্বস্থ করেন।
সভা পরিচালানায় সার্বিক সহযোগীতা করেন মোঃআবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।
