desh somoy logo
ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না : আমিনুল হক

দেশ সময়
May 11, 2025 11:24 pm
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।

রোববার (১১ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মোহাম্মদপুর থানা বনাম শেরেবাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ৯ মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুণ্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এ দেশের সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবি করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদের বলবো- বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।