বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।
রোববার (১১ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মোহাম্মদপুর থানা বনাম শেরেবাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ৯ মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুণ্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এ দেশের সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবি করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদের বলবো- বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।