desh somoy logo
ঢাকাThursday , 23 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান

দেশ সময়
October 23, 2025 4:11 pm
Link Copied!

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনি কার্যক্রমে তারা যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে ইসিকে সচেতন থাকতে হবে।তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে ইসিতে এসেছি। ১৮ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসির জনবল অত্যন্ত সীমিত। তাদের অনেক জনবল প্রয়োজন। শুধু কমিশনের পাঁচ সদস্য দিয়ে হবে না। ভোটে ইসির প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।