desh somoy logo
ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

৫০০ টাকা পাওনার জেরে দিনমজুরকে হ’ত্যা

দেশ সময়
May 11, 2025 8:58 am
Link Copied!

নরসিংদীর পলাশে ৫০০ টাকা পাওনা নিয়ে এক দিনমজুরকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর ইসমাইল (৩৫) জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মনোহরদী থেকে এসে খিলপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন দিনমজুরের আসছে ইসমাইল। আর তার স্ত্রী স্থানীয় প্রাণ কারখানায় শ্রমিকের কাজ করে আসছে। ইসমাইলের কাছে কাজের ৫০০ টাকা পায় খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন। এই ৫০০ টাকা পাওনা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আলীর দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করে আফজাল। পরে আশপাশের লোকজন ইসমাইলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পলাশ থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি মনির হোসেন জানান, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির পর ছোরা দিয়ে ইসমাইলকে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন লাশের সুরতহাল রিপোর্ট চলছে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।