আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে জাকের পার্টির নেতাকর্মী সমর্থক এবং ইসলাম প্রিয় সাধারণ দেশবাসী অংশগ্রহণ করেন । ঈদ জামাতে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজের পর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশ বাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি দেশের বর্তমান জটিল আন্তর্জাতিক ভূ- রাজনৈতিক পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে সহনশীল হয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সকল মতের দেশ প্রেমিক মানুষকে জাকের পার্টির পক্ষ থেকে জাতীয় ঐকের ডাক দেন।
নামাজ শেষে দেশের বৃহত্তম কোরবানির কার্যক্রম শুরু হয় যা ৩ দিন ব্যাপী চলব।
উক্ত জামাতে আগত মুসল্লিদের ঈদের উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।
