সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ললিত মন্ডল (৫০) নামের এক ব্যক্তি।
সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার খলিলনগর ইউনিয়নের কাটবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ললিত মন্ডল বানসারাম মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বজ্রবৃষ্টি চলাকালে তিনি বাড়ির পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি পানিতে পড়ে যান। কিছুটা দূরে থাকা নিমাই মন্ডল ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
