desh somoy logo
ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

তেহরানের পরমাণু আলোচনা বাতিলের পর নতুন হামলা চালাচ্ছে ইরান- ইসরাইল

দেশ সময়
June 21, 2025 1:18 pm
Link Copied!

তেহরানের পারমাণবিক আলোচনা বাতিলের পর ইরান ও ইসরাইল নতুন আক্রমণ শুরু করেছে। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইল শনিবার (২১ জুন) নতুন করে হামলা চালিয়েছে। হুমকির মুখে থাকা অবস্থায় পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আলোচনা করবে না বলে জানানোর একদিন পর এই পাল্টাপাল্টি হামলা চালালো ইরান-ইসরাইল।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল দেশের অন্যতম বৃহৎ ইসফাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের লিকেজ পাওয়া যায়নি।

ইরানি গণমাধ্যম আরও জানায়, ইসরাইল কোম শহরের একটি ভবনে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন।


এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে একের পর এক আক্রমণ শুরু করেছে।

জানা যায়, ইসরাইলে শুক্রবার ভোর ২ টা ৩০ মিনিটের কিছুক্ষণ পরে ইসরাইলি সামরিক বাহিনী ইরান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে, যার ফলে তেল আবিবসহ মধ্য ইসরাইলের বিভিন্ন অংশ এবং ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।


এ সময় তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শব্দ শোনা যাচ্ছিল। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ায় এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল।

ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলেরও সাইরেন বেজে ওঠে। ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।


১৩ জুন ইসরাইল ইরানে আক্রমণ শুরু করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে অভিযোগ করে এই হামলা চালায় ইসরাইল। ইসরাইলের এই অভিযোগ অস্বীকার করে তেল আবিবের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয় ইরান।


এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে, অথবা কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হবে। 

নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা হতে দিতে পারি না।’


ট্রাম্প আরও দাবি করেন, তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড ভুল বলেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই।


এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোন সুযোগ নেই। তবে তিনি শুক্রবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন যেখানে ইউরোপ কূটনীতিতে ফিরে যাওয়ার পথ তৈরির আশা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।