desh somoy logo
ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

পটুয়াখালীতে পটুয়াখালী জেলা ভূমি কমিটি গঠন সম্পন্ন

দেশ সময়
September 20, 2025 9:42 pm
Link Copied!

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় আজ I

২০ সেপ্টেম্বর ২৫ রোজ শনিবার সকাল ১০ টায় ২১ জন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পটুয়াখালী জেলা ভূমি কমিটি গঠন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আফিশনেট প্রকল্প এমরান এবং ভূমি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, ফিশনেট প্রকল্পটি মূলত সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র রক্ষার জন্য কাজ করবে।

এই প্রকল্প পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী এবং বাগেরহাট জেলার মোংলা ও শরণখোলা উপজেলায় কাজ করছে। কলাপাড়া উপজেলায় ‘উত্তরণ‘ এর অংশীদার হিসেবে ‘সিঁড়ি’ সংস্থাও কাজ করছে। এই প্রকল্পের আওতায় ১০ হাজার সরাসরি উপকারভোগী যারা সকলেই ভূমিহীন মৎস্যজীবী। এই ভূমিহীন মৎস্যজীবীরা যাতে সরকারী খাস জমিতে অভীগম্যতা সৃষ্টি করতে পারে কমিটি গঠন করা তার একটি মূখ্য উদ্দেশ্য। তিনি ভূমি কমিটির গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন।

তিনি বলেন ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। উত্তরণ প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিহীন মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেনী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের জলন্ত উদাহরণ ১৯৯৭ সালের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আন্দোলন। তিনি ভূমিহীন কারা সে সম্পর্কে বলেন-১৯৯৭ সালে সংশোধিত নিতীমালা অনুযায়ী (ক) যে সকল পরিবারের বসত বাড়ী বা কৃষি জমি কিছুই নাই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর (খ) যে সকল পরিবারের ১০ শতক পর্যন্ত বসত বাড়ী আছে কিন্তু কোন কৃষি জমি নাই এমন পরিবার ভূমিহীন। অদ্য সভায় ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন হয়। কমিটি হলো- সভাপতি এ্যাড. মোঃ জাকির হোসেন, আহবায়ক, পটুয়াখালী প্রেস ক্লাব, সহ-সভাপতি-বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশ , এ্যাড. মীরা বেগম, মোঃ সাইদুর রহমান সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ মহাবুবুর রহমন সুজন। যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, উম্মে হাফসা রিপা, সাংগঠনিক সম্পাদক-মোঃ ইমরান মাঝি, আইন বিষয়ক –মোঃ আবু বকর সিদ্দিকী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।