desh somoy logo
ঢাকাSunday , 5 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

দেশ সময়
October 5, 2025 11:42 am
Link Copied!

বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়।”

জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, “জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়। তাই আগামী সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। সরকার এখন সংস্কার ও বিচারের নামে জনগণকে ট্যাবলেট খাওয়াচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। সরকার নিজের দায় জনগণের ওপর চাপিয়ে দিতে চায়, অথচ এই দায় সরকারেরই।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, কিছু উপদেষ্টাকে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যদি ভুল হয়, তবে এর দায় সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকেই নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।