আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী রাজা ইব্রাহীম, আমিমুল এহসান, আতিকুর রহমান ও হাসিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ক্যান্টিন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকাস্থ আমতলি কল্যান সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি প্রফেসর গাজী মোহাম্মদ কাউসার।
বক্তারা বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ও এলাকার গৌরব। তাদের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁরা ভবিষ্যতে সৎ, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের শেষ করা হয়।