desh somoy logo
ঢাকাWednesday , 8 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ সময়
October 8, 2025 8:34 pm
Link Copied!

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও কমছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় নতুন ধরনের অপরাধের সৃষ্টি হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলায় প্রস্তুত।

জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর ও স্বচ্ছ। তার মতে, নির্বাচনের সময় সর্বাধিক দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের, এরপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর। রাজনৈতিক দলগুলোও বড় ভূমিকা রাখে।

পুলিশের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যাটা আগে থেকে কমেছে। কিছুদিন আগে নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে, তবে এটাও ধীরে ধীরে কমে আসবে।”

এর আগে অনুষ্ঠানে তিনি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে ২০টি ডাবল কেবিন পিকআপের চাবি তুলে দেন।

তিনি জানান, রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া করা ভবনে চলছে। পাঁচটি থানার নির্মাণকাজ শুরু হয়েছে, আরও দুটি থানার নির্মাণ শিগগিরই শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।