desh somoy logo
ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের কবজি বিচ্ছিন্ন: শাপলা মেলায় নৃশংস হামলায় বাবুসহ পাঁচজন আটক

দেশ সময়
December 9, 2025 4:15 pm
Link Copied!

গাইবান্ধায় দিনের আলোয় প্রকাশ্যে সংঘটিত এক ভয়াবহ হামলায় রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের ডান হাতের কবজি কেটে নেয় দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শাপলা মেল এলাকায় সংঘটিত এ ঘটনার খবর মুহূর্তেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি করে।

গুরুতর আহত রুবেল পৌরসভার মুহুরি পাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। কবজি বিচ্ছিন্ন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রুবেলের সঙ্গে থাকা বন্ধু মোশারফ রহমানও হামলায় আহত হন এবং তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য মতে, বন্ধু মোশারফের সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় পৌঁছানোর পরই পূর্ব শত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ‘বেকি’ নামের ধারালো অস্ত্র দিয়ে প্রথমেই রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা। এরপর রুবেলকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত মোশারফ রহমান বলেন, বাবুর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল ঠিকই, কিন্তু আমার বন্ধুকে এভাবে কুপিয়ে হাতের কবজি কেটে দেওয়া— এটা কোনোভাবেই মানবিকতার মধ্যে পড়ে না। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রুবেলের বাবা মোকাব্বর মিয়ার চোখে তখনো আতঙ্ক
আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। যারা আমার সন্তানের হাতের কবজি কেটে দিয়েছে, তাদের কঠোর শাস্তি চাই।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার হওয়া কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে নৃশংস এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত সব আসামিকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।