সিঙ্গাপুরে পৌঁছেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।
গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে তাকে বিদেশে।
সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এয়ার অ্যাম্বুল্যান্সটি।
অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যেই তাকে স্থানান্তর করা হয় বিশ্বখ্যাত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।
এর আগে, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্সটি।
প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকার পল্টন এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
প্রথমে তাকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরবর্তীতে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি কল কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে— বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থাঅপরিবর্তিত, তবে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এবং চিকিৎসা প্রক্রিয়াসার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্যদেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
দেশজুড়ে এখন একটাই প্রত্যাশা— ফিরে আসুক সুসংবাদ… সুস্থ হয়ে ফিরুক ইনকিলাব মঞ্চের এই কণ্ঠস্বর।
