ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। আজ শনিবার উপজেলা এনসিপির (ন্যাশনাল কনসেন্সাস পার্টি) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পিরোজপুর-০৩ আসনের এমপি পদপ্রার্থী ড. শামীম হামিদী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এক বিবৃতিতে বলেন, “ন্যায়নীতি, মানবিকতা ও শান্তির পক্ষে আমাদের অবস্থান অবিচল। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই ন্যায় প্রতিষ্ঠার প্রথম ধাপ, আর গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।
বিক্ষোভে স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা শান্তি, স্থিতিশীলতা ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
