desh somoy logo
ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ৫ ভাটায় ২৩ লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

দেশ সময়
January 7, 2026 9:16 pm
Link Copied!

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।


ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইটভাটাগুলো হলো— মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস।


মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শের আলম।


অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমারসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস।


পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।


উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সাদুল্লাপুর উপজেলায় এ সংক্রান্ত অভিযান পরিচালনা করা হয়।


পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।