কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেব্ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ চলায় আজ শনিবার সারা দিন ইন্টারনেটে ধীরগতি থাকবে। বাংলাদেশ সাবমেরিন কেব্স পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
গতকাল শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই কেব্লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে এই ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
তবে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেব্লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে।
গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লটি সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এরপর দেশের ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দেয়। এর দুই মাস পর গত ২৮ জুন সেটি সচল হয়।