বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেন, প্রফেসর লিয়াকত আলী, প্রফেসর ডা. সায়েবা আক্তার, প্রফেসর ডা. নায়লা জামান খান, এম এম রেজা, প্রফেসর ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম, রাঙামাটি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ছাত্র প্রতিনিধি মো. শাকিল সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট ও অংশীজনদের কাছে স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ে তাদের মতামত জানতে চান। এসময় বক্তারা জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবার মান নিশ্চিতকরণ, পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর চিকিৎসক উপস্থিতি নিশ্চিতকরণ, নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে চিকিৎসকদের বিশেষ সুবিধা প্রদান, পর্যটন খাতের সাথে মিল রেখে স্বাস্থ্য খাতের সেবা প্রদান, রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও কাপ্তাই লেক বেষ্টিত উপজেলা গুলোতে ওয়াটার এম্বুলেন্স সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
বক্তব্যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা স্বাস্থ্য খাতের সংস্কার করবোনা। আমরা আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবনা সমূহ সংস্কার কমিশনে তুলে ধরবো। কমিশন আপনাদের প্রস্তাবিত বিষয় গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।
এর আগে কমিশনের সদস্যরা রাঙামাটি জেনারেল হাসপাতাল ও রাঙামাটি মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এসময় ২৫০শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবণ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডক্টর আবু মুহাম্মদ জাকির হোসেন, রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, প্রফেসর লিয়াকত আলী, প্রফেসর ডা. সায়েবা আক্তার, প্রফেসর ডা. নায়লা জামান খান, এম এম রেজা, প্রফেসর ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম, রাঙামাটি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ছাত্র প্রতিনিধি মো. শাকিল সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।