desh somoy logo
ঢাকাSunday , 13 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

পানছড়িতে বিঝু উৎসব শুরু

দেশ সময়
April 13, 2025 5:38 pm
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ছেঙ্গী নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ীদের বিঝু সাংগ্রাই বৈসু বিহু, বিষু চাংক্রান উৎসব শুরু হয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা তরুণ তরুণীরা নিজ নিজ জাতীয় ঐতিহবাহী পোশাকে সেজে হাতে ফুল ও পাতা দিয়ে ছেঙ্গী নদীর তীরে গঙ্গা মায়ের উদ্দেশে ফুল উৎসর্গ করেন।

পানছড়ির ছেঙ্গী নদীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যেগে পানিতে ফুল নিবেদন করা হয়। পুরনো বছরের দুঃখ-বেদনা ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ীরা। পানিতে ফুল ভাসিয়ে পুরনো দিনের কষ্ট মুছে নতুন দিনের প্রত্যয়ের কথা জানান ফুল ভাসাতে আসা পাহাড়ী তরুণ-তরুণীরা।

বিঝু উৎসব বিষয়ে পানছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা জানান, এটি পাহাড়ীদের প্রানের উৎসব। সকল ধর্মের পাহাড়ীরা বিঝুকে সর্বোচ্চ সামাজিক অনুষ্ঠান হিসেবে পালন করে থাকেন।

এছাড়া বিঝু ঘিরে শান্তি কুঠির কর্তৃপক্ষও নিয়েছে ব্যাপক কর্মসূচি। এই উৎসব চাকমা জনগোষ্ঠী বিঝু নামে, মারমা জনগোষ্ঠী সাংগ্রাই, ত্রিপুরা জনগোষ্ঠী বৈসুক, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী বিষু, অহমিয়া জনগোষ্ঠী রঙালী বিহু, ম্রো জনগোষ্ঠীর মানুষ চাংক্রান উৎসব নামে পালন করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।